জমি নির্বাচন করার কিছু শর্ত

ঘরোয়া বাগান তৈরি করতে গেলে সবার আগে যা প্রস্তুত করতে হয় তাহলো বাগান করার জমি। কারণ, যে কোন বাগানের মূল উপাদান হচ্ছে উদ্ভিদ এবং জমিতে বিদ্যমান মাটি উদ্ভিদের ভিত্তি হিসেবে কাজ করে। তাই সর্বপ্রথম আপনি যে স্থানে বাগান করতে চান- সেটি আপনার বাড়ির সামনে ফাঁকা উঠোন হোক অথবা বাড়ির পেছনে পরিত্যক্ত  মাঠ, প্রথমেই সেই জমিকে বাগানের জন্য উপযুক্ত করে তুলতে হবে।

বাগানের জন্য জমি নির্বাচন  করার সময় বেশ কিছু ব্যাপার এড়িয়ে চলতে হয়.  ঠিক তেমনি ভাবে বাগান করার জমির ক্ষেত্রে কিছু পূর্বশর্তও মেনে চলতে হয়।

নিম্নোক্ত উপায় গুলো অনুসরণ করার মাধ্যমে আপনি বাগান করার জন্য সঠিক জমি নির্বাচন করতে পারবেন এবং নির্বাচিত জমিকে বাগান করার উপযোগী করে গড়ে তুলতে পারবেন:

মাটির ধরণ

 একটি সুস্থ বাগানের জন্য মাটি কতটুকু প্রয়োজন তা আমরা ইতোমধ্যে আলোচনা করেছি.  বাগানে জমি নির্বাচনের ক্ষেত্রে উপযুক্ত মাটির প্রাপ্যতা প্রথমেই সুনিশ্চিত করতে হয়.  কারণ মাটিকে ভিত্তি করেই উদ্ভিদ বৃদ্ধি পাবে এবং প্রাথমিক পর্যায় থেকে শুরু করে শেষ পর্যন্ত উদ্ভিদের সকল মৌলিক পুষ্টি উপাদানের সরবরাহ মূলত মাটি থেকেই   হবে.  তাই আপনি যে ধরনের উদ্ভিদ চাষ করা পরিকল্পনা করছেন সেই উদ্ভিদের জন্য উপযুক্ত মাটি যাতে আপনার বাগানে থাকে সে ব্যাপারে নিশ্চিত করা জমি নির্বাচনের প্রথম ধাপ.  তার সাথে ইউ নিশ্চিত করতে হবে যে সেই মাটিতে যেন আগে থেকে কোন ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক পদার্থ কনস্ট্রাকশন বর্জ্য বিদ্যমান না থাকে.

আগাছা দমন

কোন জমিকে বাগানের জন্য উপযুক্ত করে গড়ে তোলার পরবর্তী ধাপ হচ্ছে আপনার নির্ধারিত জমিতে যদি কোন আগাছা বিদ্যমান থাকে সেটি অপসারণ করা। আগাছা দমনের ব্যাপারটি গুরুত্বের সাথে দেখতে হবে কারণ, জমিতে যদি কম-বেশি আগাছা বিদ্যমান থাকে, তাহলে সেই আগাছা মাটি থেকে বিভিন্ন পুষ্টি উপাদান শোষণ করে নিবে। যার ফলে আপনার বাগানে রোপণ করা উচিত গুলো পর্যাপ্ত পুষ্টি নাও পেতে পারে।

রোদের প্রাপ্যতা

উদ্ভিদের  সঠিক বৃদ্ধির জন্য যে বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে, তা হল বাগানের জন্য নির্বাচিত স্থানটিতে যেন পর্যাপ্ত রোদের প্রাপ্যতা থাকে। প্রতিটি সবুজ উদ্ভিদের পর্যাপ্ত পরিমাণে রোদের প্রয়োজন হয় কারণ রোদ ছাড়া সেসব উদ্ভিদ সঠিক ভাবে বৃদ্ধি পাবেনা। 

কিন্তু এখানে একটি বিষয় আছে। তা হলো- সকল প্রজাতির উদ্ভিদ এর জন্য একই পরিমাণ রোদের আলোর প্রয়োজন হয় না।  যদি আপনি বাগানে এমন কোন উদ্ভিদ চাষ করার পরিকল্পনা রাখেন যার রোদের আলো কম প্রয়োজন হবে,  সেক্ষেত্রে অবশ্যই প্রয়োজন অনুযায়ী ছায়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

যাতায়াতের পথ নিশ্চিতকরণ

বাগানে কাজ করার সময় নিয়মিত ভিত্তিতে বাগানের বিভিন্ন অংশে যাতায়াত করতে হবে এবং প্রয়োজনীয় উপকরন সমুহ পরিবহন করতে হবে। তাই বাগানের জমি নির্বাচনের সময় খেয়াল রাখতে হবে যেন বাগানের কিনারা বরাবর অথবা বাগানের মাঝামাঝি স্থান বরাবর যাতে পরিকল্পিত পথের ব্যবস্থা থাকে যার মাধ্যমে সহজেই বাগানের যেকোন প্রান্তে যাতায়াত করা যেতে পারে এবং জিনিসপত্র পরিবহন যাতে সহজেই করা যেতে পারে.

উপরোক্ত পদক্ষেপগুলো অনুসরণ করার মাধ্যমে সহজেই আপনি বাগান তৈরি করার জন্য উপযুক্ত একটি স্থান নির্বাচন করতে পারবেন.

Leave a Comment